দক্ষিণে হাত পাখার তিন শতাধিক এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ


ইসলামী আন্দোলন বাংলাদেশঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ২৮টি কেন্দ্র থেকে তিন শতাধিক হাতপাখার এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ রিটার্নিং কার্যালয়ে দিয়েছে ইসলামী আন্দোলনের মেয়র পদপ্রার্থী আব্দুর রহমান। তার মিডিয়া সমন্বয়ক আহমদ আবদুল কাইয়ূম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আব্দুর রহমানের প্রধান নির্বাচনি এজেন্ট মাওলানা আব্দুর রাজ্জাক দক্ষিণ সিটির ২৮টি কেন্দ্র থেকে প্রায় ৩ শতাধিক হাতপাখার এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ জমা করেছেন।
তারা অভিযোগে বলেছেন, ধানমন্ডির সিটি কলেজে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এজেন্টদের কার্ডে স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানায়। ধানমন্ডির বিদ্যা নিকেতন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এজেন্টদেরকে বের করে দিয়েছেন। হাজারীবাগের নতুনকুড়ি প্রাইমারি স্কুলে ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পর ভোটারকে বের করে দিয়ে জোর করে ভোট নিয়ে নিয়েছে। সবুজবাগের নন্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এজেন্টদেরকে বের করে দিয়েছেন বলে অভিযোগ করেছে দলটি।