বিকাল ৩টা পর্যন্ত ইসিতে ৪৫ অভিযোগ

বিকাল ৩টা পর্যন্ত ইসিতে ৪৫ অভিযোগ

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম, কেন্দ্র দখল, অস্ত্র উদ্ধারসহ মোট ৪৫টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)। বিভিন্ন কেন্দ্র থেকে শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টা পর্যন্ত এসব অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন ইসির কন্ট্রোল রুমের সমন্বয়ক মেজর রাজু।

মেজর রাজু বলেন, এখন পর্যন্ত ৪৫ অভিযোগ এসেছে। বিভিন্ন মাধ্যমে আমরা অভিযোগ পাচ্ছি। অভিযোগ পেলেই তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে সব ক্লিয়ার করছি। বেশিরভাগ অভিযোগ ভোটারদের ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়ার।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ে মনিটরিং সেলের প্রধান জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেন, অভিযোগ এলে কোনও ছাড় দিচ্ছি না। মনিটরিং সেল থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটারদের ভোট দিতে ঢুকতে বাধা দিলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে বিকাল ৩টার পর বিএনপি নেতা আমীর খসরু অভিযোগ জানাতে ইসিতে আসেন।