দ্বিগুণ ব্যবধানে এগিয়ে তাপস

DSCC final




ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। ৯৭৯টি কেন্দ্রের ফলে নৌকা প্রতীকে প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি। ৯৭৯টি কেন্দ্রের ফলাফল দেখা গেছে নৌকা প্রতীকে ফজলে নূর তাপস পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৩২ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীকে ইশরাক হোসেন পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৭৭৫ ভোট।

মাছ প্রতীকে আব্দুন সামাদ সুজন পেয়েছেন ১০৮৭৬ ভোট। আম প্রতীকে বাহারানে সুলতান বাহার পেয়েছেন ২৭০০ ভোট। ডাব প্রতীকে আক্তারুজামান ওরফে আয়াতুল্লাহ পেয়েছেন ২০৬০ ভোট। হাতপাখা প্রতীকে আব্দুর রহমান পেয়েছেন ২২৫৭৬ ভোট। লাঙ্গল প্রতীকে সাইফুদ্দিন মিলন পেয়েছেন ৪৭৭২ ভোট।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে এই ফলাফল ঘোষণা শুরু হয়।

রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, আমরা কাউন্সিলরদের আংশিক ফল প্রকাশ করবো না। কারণ তাহলে অনেক সময় লাগবে। যখন ওয়ার্ড কাউন্সিলরদের পূর্ণাঙ্গ ফল পাবো, তখন আমরা জয়ী প্রার্থী ও তার নিকটতম প্রার্থীর ভোট সংখ্যা জানিয়ে দেবো। ঢাকা দক্ষিণে মোট ভোট কেন্দ্র ১১৫০ টি, বেসরকারিভাবে ৯৭৯টির ফলাফল ঘোষণা করা হয়েছে।