নগরপিতা হওয়ার পথে তাপস

Taposh

 

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। ১১৫০টি কেন্দ্রে মধ্যে ১০৭৫টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে নৌকা প্রতীকে প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি। ফজলে নূর তাপস পেয়েছেন ৩ লাখ ৯৯ হাজার ৬৯৫ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীকে ইশরাক হোসেন পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৭  ভোট।

মাছ প্রতীকে আব্দুন সামাদ সুজন পেয়েছেন ১১৮৮১ ভোট। আম প্রতীকে বাহারানে সুলতান বাহার পেয়েছেন ২৯৬৩ ভোট। ডাব প্রতীকে আক্তারুজামান ওরফে আয়াতুল্লাহ পেয়েছেন ২২৭৭ ভোট। হাতপাখা প্রতীকে আব্দুর রহমান পেয়েছেন ২৪৭১০ ভোট। লাঙ্গল প্রতীকে সাইফুদ্দিন মিলন পেয়েছেন ৫২৫১ ভোট।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে এই ফলাফল ঘোষণা শুরু হয়।

রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, আমরা কাউন্সিলরদের আংশিক ফল প্রকাশ করবো না। কারণ তাহলে অনেক সময় লাগবে। যখন ওয়ার্ড কাউন্সিলরদের পূর্ণাঙ্গ ফল পাবো, তখন আমরা জয়ী প্রার্থী ও তার নিকটতম প্রার্থীর ভোট সংখ্যা জানিয়ে দেবো।