ঢাকা-১০ আসনে বিজয়ী বাদে সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নির্বাচন কমিশন

ঢাকা ১০ আসনের উপনির্বাচনে ছয় জন প্রার্থীর মধ্যে পাঁচজনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। কেবল আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী শফিউল রহমান মহিউদ্দিন তার জামানত ফেরত পাবেন। শনিবার অনুষ্ঠিত  ঢাকা ১০ আসনের উপনির্বাচনের ফলাফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

সংসদ নির্বাচনের আইন অনুযায়ী, কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার আসনের নির্বাচনের প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।

রিটার্নিং কর্মকর্তার ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে ঢাকা ১০ আসনের উপনির্বাচনে তিন লাখ ২১ হাজার ২৭৫ ভোটের মধ্যে ১৬ হাজার ৯৬৫ ভোট পড়েছে। এ হিসেবে এ নির্বাচনে জামানত ফেরত পেতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অন্তত দুই হাজার ১২১ ভোট পেতে হতো। কিন্তু আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন ছাড়া কেউই ওই সংখ্যক ভোট পাননি।

নির্বাচনে প্রগতিশীল ডেমোক্রেটিক দল (পিডিপি) কাজী মুহাম্মদ আবদুর রহিম বাঘ প্রতীকে ৬৩ ভোট, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী হারিকেন প্রতীকে ১৫ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান ডাব প্রতীকে ১৮ ভোট, আওয়ামী লীগের শফিউর রহমান মহিউদ্দিন নৌকা প্রতীকে ১৫ হাজার ৯৫৫ ভোট, বিএনপির শেখ রবিউল আলম ধানের শীষ প্রতীকে ৮১৭ ভোট এবং জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান লাঙ্গল প্রতীকে ৯৭ ভোট পেয়েছে। নির্বাচনে ভোট পড়েছে ৫.২৮ শতাংশ।