সুপ্রিম কোর্ট বারের ভোট সম্পন্ন, গণনা শুক্রবার

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) কার্যনির্বাহী কমিটির (২০২১-২০২২) দুই দিনব্যাপী নির্বাচনে বৃহস্পতিবার (১১ মার্চ) শেষ দিনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

দ্বিতীয় দিনে মোট ৭ হাজার ১২২ জন ভোটারের মধ্যে ২ হাজার ৮৫৩ জন তাদের ভোটাধিকার নিশ্চিত করেছেন। আর প্রথম দিন ভোট দিয়েছেন ২ হাজার ৮২৩ জন। অর্থাৎ দুদিনে মোট ৫ হাজার ৬৭৬ জন ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার অনিক আর হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল শুক্রবার সকাল থেকে ভোট গণনা শুরু হবে।’

সমিতির একটি সভাপতি, দুটি সহ-সভাপতি, একটি সম্পাদক, একটি কোষাধ্যক্ষ, দুটি সহ-সম্পাদক ও সাতটি সদস্য পদে ভোট গ্রহণ করা হয়। নির্বাচন পরিচালনার জন্য গঠিত উপকমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক বিচারপতি এ এফ এম আবদুর রহমান।

কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে এবারের নির্বাচনে মোট প্রার্থী হয়েছেন ৫১ জন।  

সাদা প্যানেলের (আওয়ামী লীগ সমর্থিত) প্রার্থীরা হলেন— সভাপতি পদে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সহ-সভাপতি পদে মুহাম্মদ শফিক উল্ল্যা ও মো. আলী আজম, সম্পাদক পদে আবদুল আলীম মিয়া, সহ-সম্পাদক সাফায়েত সুলতানা রুমি ও নুরে আলম উজ্জ্বল, কোষাধ্যক্ষ মো. ইকবাল করিম। আর ৭ জন সদস্য পদে প্রার্থীরা হলেন— মিন্টু কুমার মন্ডল, মুনতাসীর উদ্দিন আহমেদ, মো. সানোয়ার হোসেন, এবিএম শিবলী সালেকীন, মো. সিরাজুল হক, মহিউদ্দিন আহমেদ, মাহফুজুর রহমান রোমান।

নীল প্যানেলের (বিএনপি-জামায়াত সমর্থিত) প্রার্থীরা হলেন— সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, সহ-সভাপতি পদে জয়নাল আবেদীন তুহিন ও জালাল আহমেদ, সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সহ-সম্পাদক মাহমুদ হাসান ও রাশিদা আলম ঐশী, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহবুব। সদস্য পদের প্রার্থী হয়েছেন— মনজুরুল আলম সুজন, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোহাম্মদ জাকির, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব, নিয়াজ মুহাম্মদ মাহবুব ও ইফতেখার আহমেদ।

বিএনপির ‘বিদ্রোহী’ প্যানেলের প্রার্থীরা হলেন— সহ-সভাপতি পদে নাহিদ সুলতানা ও সাবিনা ইয়াসমিন লিপি, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন খান সম্রাট, সহ-সম্পাদক জুলফিকার আলী জুনু ও মো. সুলতান মাহমুদ প্রার্থী হয়েছেন। আর সদস্য পদের প্রার্থীরা হলেন— শাফিউর রহমান শাফি, মো. মুনির হোসেন, একেএম মুক্তার হোসেন, মহিত উদ্দিন জুবায়ের, আকবর হোসেন, ওয়ালিউর রহমান শুভ ও নাজমুল হাসান।

লাল প্যানেলের (বাম সমর্থক) প্রার্থীরা হলেন— সভাপতি পদে কেএম জাবির, সহ-সভাপতি পদে নজরুল ইসলাম, সম্পাদক পদে গিয়াস উদ্দিন চৌধুরী,সহ-সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. বদিউজ্জামান তপাদার প্রার্থী হয়েছে। আর সদস্য পদে প্রার্থী হয়েছেন- শহিদুল হক, এসকেএম আনিসুর রহমান খান ও জহিরুল আলম বাবর।

এছাড়াও রাজনৈতিক পরিচিতির বাইরে সভাপতি পদে অ্যাডভোকেট মো. ইউনুস আলী আকন্দ প্রার্থী হয়েছেন।