আজ রাতেই শেষ হচ্ছে ইউপি নির্বাচনি প্রচারণা

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজআজ মধ্যরাত থেকে ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রচারণার সময়সীমা শেষ হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। তিনি বলেন, আইন অনুযায়ী আজ মধ্যরাতের পর থেকে কেউ নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না। এরপর কোনও প্রার্থী প্রচারণায় অংশ নিলে নির্বাচনি কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন।
রবিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শাহনেওয়াজ বলেন, কমিশনের নির্বাচনি সব প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। নির্বাচনি এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়নের ব্যবস্থা নিয়েছে কমিশন।
তিনি আরও বলেন, যেকোনও ধরনের হাঙ্গামা বা অনিয়ম-সংঘর্ষ হলে শক্ত হাতে তা মোকাবেলা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা কাউকেই ছাড় দিব না। কোনও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে যেতে পারেন সেজন্য কমিশনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন।

আগামী মঙ্গলবার ৭৩২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

/ইএইচএস/এসএনএইচ/