দ্বিতীয় ধাপের ৬২৮ ইউপি নির্বাচন: আ. লীগ ৪৪৪, বিএনপি ৬১

ইউপি নির্বাচন ২০১৬দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৪৪৪টি ইউপিতে জয়ী হয়েছে, বিএনপি জিতেছে ৬১টিতে। শনিবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে এ তথ্য জানা যায়।
এ ধাপে গত ৩১ মার্চ ৬৩৯টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কমিশন সচিবালয় থেকে ৬২৮টি ইউপির চূড়ান্ত ফল পাওয়া গেছে। অনিয়ম ও সহিংসতার কারণে ১১টি ইউপির নির্বাচন স্থগিত রয়েছে। আ​ওয়ামী লীগের জয়ী হওয়া ৪৪৪​টি ইউপির মধ্যে ৩৩টিতে চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
এর আগে ২২ মার্চ প্রথম ধাপে অনুষ্ঠিত ৭১২টি ইউপির নির্বাচনে আওয়ামী লীগ ৫৪০টিতে এবং বিএনপি ৪৭টিতে জয় পায়। দুই ধাপ মিলিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগ ৯৮৪টি ইউপিতে জয় পেয়েছে। এদিকে, বিএনপি জিতেছে ১০৮টি ইউপিতে। আওয়ামী লীগের ৫৪০টির মধ্যে ৫৪টিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত চেয়ারম্যান পদে ৮৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

কমিশন সচিবালয় থেকে আরও জানা যায়, দ্বিতীয় ধাপের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা ১১৬টি ইউপিতে জয় পেয়েছেন। এ ছাড়া, জাতীয় পার্টি ৩, জাসদ ২ ও জাতীয় পার্টি (জেপি) ২ ইউপিতে জয় পেয়েছে। ভোট পড়েছে ৭৬ দশমিক ২১ শতাংশ।

/ইএইচএস/এমএনএইচ/