আগের দুই ধাপের তুলনায় তৃতীয় ধাপের নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: সিইসি

কাজী রকিবউদ্দিন আহমদআগের দুই ধাপের তুলনায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ। তিনি বলেন, তৃতীয় ধাপের এই নির্বাচনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে আগের চেয়ে তা খুবই কম।  শনিবার ভোটগ্রহণ শেষে পৌনে পাঁচটায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে প্রেস বিফ্রিংকালে তিনি এ কথা বলেন।
কাজী রকিবউদ্দিন আহমেদ বলেন, ভোটগ্রহণের আগের রাতে কোথাও কোনও ধরনের অনিয়ম সংঘটিত হয়নি। ভোটগ্রহণকালেও বড় ধরনের কোনও অঘটন ঘটেনি। আমরা আশা করছি, সামনের ধাপগুলোতে কোনও ধরনের গোলযোগ ‍ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সিইসি বলেন, তৃতীয় ধাপের ৬ হাজার ৭৫টি ভোট কেন্দ্রের মধ্যে বিধিবহির্ভূত হওয়ায় ২৪টি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে। এর আগে ১ম ধাপে ৬৫ ও দ্বিতীয় ধাপে ৩৭টি ভোট কেন্দ্র বন্ধ করা হয়েছিল। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন  কিছু ঘটনা ঘটেছে। ব্যালটবাক্স ছিনতাই প্রতিরোধ করার সময়ে আনসার বাহিনীর দুজন সদস্য আহত হয়েছেন, পক্ষপাতমূলক আচরণের জন্য দুজন প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে।

আরও পড়তে পারেন: নির্বাচনি সহিংসতানির্বাচনি সহিংসতা ছড়িয়ে পড়েছে সারাদেশে

তৃতীয় ধাপের তুলনায় আগামী ধাপগুলোর নির্বাচন কোনও ধরনের অনিয়ম ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান কাজী রকিবউদ্দিন আহমেদ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন সহিংসতা শূন্যে নামিয়ে আনতে চায়। এ জন্য আমরা গণমাধ্যম, রাজনৈতিক দল ও প্রার্থীসহ সবার সহযোগিতা চাই। তিনি আরও বলেন, গোলযোগের কোনও ঘটনা ঘটলে গুলি করার নির্দেশ দেওয়া আছে।

এ সময় নির্বাচন কমিশানার আবু হাফিস, শাহ নেওয়াজ ও নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

/ইএইচএস/