এসডোর ক্যাম্পেইন

পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে প্লাস্টিক মিনিপ্যাক

আন্তর্জাতিক ব্র্যান্ডের কফি ক্রিমার, বিস্কুট, লন্ড্রি ডিটারজেন্টের প্লাস্টিক প্যাকেজিং—এসবই ব্যবহারের পর ফেলে দেওয়া হচ্ছে। যা উদ্বেগ বাড়াচ্ছে পরিবেশ নিয়ে। সাধারণত ছোট স্যাশে প্যাকেটগুলো উন্নয়নশীল দেশগুলোতে নিম্ন আয়ের ভোক্তারা বেশি কেনেন। যার কারণে এসব তৈরিও হয় বেশি পরিমাণে।

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের স্যাশে ব্যবহারের ফলে পরিবেশে যে ক্ষতিকর প্রভাব পড়ছে তা সম্পর্কে সচেতনতা বাড়াতে ও এর ব্যবহার বন্ধ করতে জনগণকে উৎসাহিত করার জন্য এনভায়রনমেন্ট অ্যান্ড সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) সব ধরনের ওয়ান-টাইম প্লাস্টিক পণ্য নিষিদ্ধকরণের লক্ষ্যে রবিবার (২৯ মে) এক ভ্রাম্যমাণ মোবাইল ক্যাম্পেইনের আয়োজন করে।

দিনব্যাপী ঢাকার একাধিক স্থানে এ নিয়ে প্রচারণা চালায় সংস্থাটি।

Screenshot_2022-05-29-16-40-40-52

রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ক্যাম্পেইনটি শুরু হয়। চার সদস্য এবং দুই স্বেচ্ছাসেবক মিলে এসডো টিম এ নিয়ে জনসমর্থন ও স্বাক্ষর সংগ্রহ করে।

ক্যাম্পেইনটি টিএসসি থেকে শুরু হয়ে মতিঝিল, গুলশান লেক ও সংসদ ভবন হয়ে বিকাল ৫টার দিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শেষ হয়।

অনেকেই এসডোর এই উদ্যোগে সমর্থন দেন ও প্লাস্টিক বর্জ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা স্যাশের বিকল্প খুঁজে বের করার পরামর্শও দেন।

Screenshot_2022-05-29-16-40-09-98

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, যেমন—স্যাশে, স্ট্র, কাটলারি, বোতল নিষিদ্ধ করার জন্য আইন পাস করতে এবং পণ্য পুনরায় ডিজাইন করতে উৎসাহিত করার জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয় ক্যাম্পেইনে।