পরিবেশ ও বনের উন্নয়নে এডিবির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী দেশের সার্বিক পরিবেশ ও বনের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, ‘দেশের পরিবেশ ও বনের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। জলবায়ু পরিবর্তন মোকাবিলার পাশাপাশি পরিবেশ ও বনের উন্নয়নে এডিবির মতো আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সহযোগিতা খুবই প্রয়োজন।’

বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এডিমন গিন্টিংয়ের সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ে সাবের হোসেন চৌধুরীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পরিবেশমন্ত্রী বলেন, ‘জলবায়ু অভিযোজন পরিকল্পনা, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা থেকে অগ্রাধিকার নির্ধারণ করে একটি কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ করবে বাংলাদেশে। এছাড়া বায়ু দূষণ, শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিশেষ কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ জন্য দেশের সার্বিক পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিদের সহযোগিতা কামনা করছি।’

এডিমন গিন্টিং বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের গৃহীত বিভিন্ন কর্মসূচি বিশ্বের অন্যান্য দেশ অনুসরণ করে। এডিবি সব সময় বাংলাদেশের পাশে থাকবে।’

এর আগে বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে মন্ত্রণালয়ের ১০০ দিনের অগ্রাধিকার কর্মপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা করেন পরিবেশমন্ত্রী। এছাড়া ব্রাক, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি), সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সাজেদা ফাউন্ডেশন, ওয়েস্ট কনসার্নসহ সংশ্লিষ্ট বিভিন্ন পরিবেশবাদী বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন সাবের হোসেন চৌধুরী।

পরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে রাজধানীর জলাশয়গুলি সংরক্ষণসহ সার্বিক পরিবেশের মানোন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করেন মন্ত্রী।