জাতিসংঘে চীনের সদস্যপদ পুনঃপ্রতিষ্ঠা ছিল বিশ্বের জন্য আশীর্বাদ: কাজী নাবিল আহমেদ

বাংলাদেশের সংসদের পররাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য এমপি কাজী নাবিল আহমেদ বলেছেন, জাতিসংঘে গণপ্রজাতন্ত্রী চীনের আইনসম্মত সদস্যপদের পুনঃপ্রতিষ্ঠা বিশ্বের জন্য বড় একটি আশীর্বাদ ছিল। এর ফলে বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে চীনের অবদান রাখার পথ সুগম হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘে গত ৫০ বছরে চীনের অবদানের বিষয়টি তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সিনহুয়াতে প্রকাশিত সাক্ষাৎকারের স্ক্রিনশট

জাতিসংঘের মাধ্যমে বিশ্বের উন্নয়নে চীনের ভূমিকার বিষয়ে এমপি কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমি মনে করি জাতিসংঘে চীনের বৈধ সদস্যপদ পুনঃপ্রতিষ্ঠা ছিল পুরো বিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ’।

তিনি বলেছেন, সদস্যপদ পুনঃপ্রতিষ্ঠার আগে চীন ছিল বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এবং দীর্ঘদিন জাতিসংঘে তাদের মত প্রতিফলিত হয়নি।

যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ বলেন, ‘চীনের শান্তিপূর্ণ উন্নয়ন এখন পর্যন্ত বিশ্ব, বৈশ্বিক প্রবৃদ্ধির চালিকাশক্তি ও স্থিতিশীলতার জন্য আশীর্বাদ ছিল। এটি সত্য যে চীনের শান্তিপূর্ণ উন্নয়ন বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বড় ধরনের অবদান রেখেছে।’

তিনি আরও বলেন, ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর মতো চীনের গৃহীত প্রকল্পগুলো বাংলাদেশসহ অন্যান্য দেশ ও অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

চীন ও বাংলাদেশের বন্ধুত্বের প্রশংসা করে কাজী নাবিল আহমেদ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আগামীতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, ‘জাতিসংঘে চীনের বৈধ আসন পুনঃপ্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে চীনের জনগণকে আমার, দল ও সরকারের পক্ষ থেকে শুভ কামনা ও অভিনন্দন জানাচ্ছি।’