কান্নার রঙ ছুঁয়ে ফুলেল শ্রদ্ধা (ফটো স্টোরি)

হলি আর্টিজান বেকারি এক হাহাকারের নাম। যে রেস্তোরাঁ সুবাস ছড়িয়েছে সুস্বাদু খাবারের, সেই জায়গাকে ঘিরে গড়িয়েছে এক নদী অশ্রু। ২০১৬ সালের ১ জুলাই মনে পড়ে গেলে ভেসে ওঠে কান্নাভেজা চোখের প্রতিচ্ছবি। রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার দুই বছর পূর্ণ হলো রবিবার (১ জুলাই)। এই দিনে সেখানে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান দেশি-বিদেশি অনেকে। এ যেন কান্নার রঙ ছুঁয়ে ফুলেল শ্রদ্ধা। ছবিতে দেখে নিন তেমনই কিছু মুহূর্ত। 

8* গুলশান হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার (১ জুলাই) উদ্বোধন করা হয়েছে দৃপ্ত শপথ। 
14* অন্য সময় ভবনটি বন্ধ থাকলেও আজ রবিবার সকাল ১০টার পর খুলে দেওয়া হয় হলি আর্টিজার বেকারির ফটক।
25* জঙ্গি হামলায় নিহত ইতালিয়ান নাগরিক নাদিয়া বেনদিত্তি ছিলেন স্টুডিও টেক্স লিমিটেডের পরিচালক। ওই গার্মেন্ট কারখানার কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাকে।



21* বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় হলি আর্টিজানে।

17* রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দেশি-বিদেশি অনেকে।
11* গুলশান হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন অনেকেই।
28* জঙ্গি ও রাজাকারমুক্ত বাংলাদেশের প্রত্যাশা সবশ্রেণির মানুষের। 
15* জাকিরুল ইসলাম শাওনের ছবি হাতে মায়ের আহাজারি। হলি আর্টিজানে জঙ্গি হামলার সেই রাতে পালিয়ে আসার পর সন্দেহভাজন হিসেবে পুলিশের হাতে আটক হয় এই তরুণ। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।