সাংবাদিক ওমর ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

সাংবাদিক ওমর ফারুক

সিনিয়র সাংবাদিক ও বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি ওমর ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিল মঙ্গলবার (৩০ এপ্রিল)। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার জুরাইনে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন ওমর ফারুকের পরিবার ও স্বজনরা। এছাড়াও মরহুমের মীরহাজীরবাগের বাসভবনে দোয়ার আয়োজন করা হয়।

২০১৭ সালের ৩০ এপ্রিল ভোরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুণী এই সাংবাদিক।

মরহুমের স্ত্রী সানজিদা ফারুক জানান, তার আত্মার মাগফিরাত কামনা করে স্থানীয় একটি মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। তিনি স্বামী ও দুই কন্যার জন্য সহকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কর্মজীবনে সাংবাদিক ওমর ফারুক দৈনিক সমাচার, দৈনিক রূপালী, দৈনিক আজকের কাগজ, দৈনিক যুগান্তর ও সর্বশেষ বাংলা ট্রিবিউনে কাজ করেছেন। বাংলাদেশ নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন তিনি।