অ্যাডভোকেট রহমত আলীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের প্রয়াত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মো. রহমত আলীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শ্রীপুর পৌর শহরের ‘শ্রীপুর ভবন’ জামে মসজিদের পাশে তার সমাধিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহের গাজীপুর জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বাদ জোহর মরহুমের পরিবারের পক্ষ থেকে ওই মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। পরে গণভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত রহমত আলীর কন্যা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা রোমানা আলী টুসি, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রয়াত এমপির ছেলে অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশীদ ফরিদ, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান, শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি হাসানুল ইসলাম আকন্দ শাওন, শ্রীপুর পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রহমান রনি, যুবলীগ নেতা নূরুজ্জামান প্রমুখ।

অপরদিকে, বেলা ১১টায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ প্রয়াত মো. রহমত আলীর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভার আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বুলবুলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমুর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। বক্তব্য দেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, পৌরসভার মেয়র অনিছুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, ২০২০ সনের এদিনে  চিকিৎসাধীন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন অ্যাডভোকেট মো. রহমত আলী এমপি । তিনি গাজীপুর-৩ আসনে ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।