করোনায় মারা গেলেন মুশতাক আহমেদের বাবা

ছেলে হারানোর ৩৯ দিনের মাথায় মারা গেলেন সম্প্রতি কারাগারে বন্দিদশায় মারা যাওয়া লেখক ও অ্যাক্টিভিস্ট মুশতাক আহমেদের বাবা আবদুর রাজ্জাক। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

মুশতাকের সহযোদ্ধা দিদারুল ভুইয়া জানান,  গত কয়েকদিন ধরে মুশতাক ভাইয়ের বাবা, মা, স্ত্রী সবাই করোনাক্রান্ত। তার বাবা ও স্ত্রী হাসপাতালে। বাবার অবস্থা একটু বেশি খারাপ ছিল।

প্রথমে লালমাটিয়ায় একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে রোগী বেড়ে যাওয়ায় নিয়মিতভাবে অক্সিজেন দেওয়ার সুযোগ কমে যায়। চিকিৎসকের পরামর্শে সোমবার সন্ধ্যায় তাকে এভারগ্রিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, সেখানে আধা ঘণ্টার মধ্যে পরপর দুই বার ম্যাসিভ হার্ট অ্যাটাক করলে তার মৃত্যু হয়।

মুশতাক আহমেদের বাবার মৃত্যুতে লেখক আহসান কবীর তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বিদায় চাচা...করোনা কেড়ে নিলো আপনাকেও...মুশতাক আহমেদের মৃত্যুর ৩৯ দিনের মাথায় মারা গেলেন তার পিতা....।’