করোনায় মারা গেলেন রাঙ্গামাটিতে এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রাঙ্গামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান তিনি। হাসপাতালের পুলিশ সুপার ডা. মনোয়ার হাসানাত খান এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, রাঙ্গামাটিতে এপিবিএন-১ এ কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব গত মাসের শেষের দিকে সস্ত্রীক করোনায় আক্রান্ত হন। পরে তাদের দুজনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৬ জুলাই অবস্থার অবনতি হলে আহসান হাবীবকে লাইফ সাপোর্টে রাখা হয়। শুক্রবার (১৬ জুলাই) মধ্যরাতে তিনি মারা যান। 

আহসান হাবিবের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে। তিনি ৩৩ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে যোগ দিয়েছিলেন। গত মে মাসে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হন আহসান হাবীব।

দেশে করোনা পরিস্থিতি শুরুর পর থেকে এ পর্যন্ত ১০১ জন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।