সাবেক সংসদ সদস্য জিকরুল আহমেদ মারা গেছেন

সাবেক সংসদ সদস্য ও আসন্ন বার কাউন্সিল নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্রার্থী শাহ জিকরুল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৭ মে) রাতে গোপালগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল।

জানা গেছে, বার কাউন্সিলের আসন্ন নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে শনিবার (৭ মে) গোপালগঞ্জ আইনজীবী সমিতি বারে বক্তব্য দেন শাহ জিকরুল আহমেদ। বক্তব্য শেষ হলে হঠাৎ তিনি অসুস্থবোধ করেন এবং বসে পড়েন। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আইনজীবী শাহ জিকরুল আহমেদের তিন মেয়ে। তার মধ্যে দু’জন মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। একজন দেশে আছেন। এদিকে তার স্ত্রী আগে থেকে অসুস্থ থাকায় হাসপালাতে ভর্তি আছেন।

আইনজীবী জিকরুল আহমেদ বাংলাদেশ বার কাউন্সিলের সাধারণ আসনে প্রার্থী ছিলেন। তিনি বাংলাদেশ ট্যাক্সেস ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, সাবেক সংসদ সদস্য ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।

আগামী ২৫ মে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা- বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনের দিন ধার্য রয়েছে।