জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বুধবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবস উপলক্ষে তার ৬০তম জন্মদিনে রাজারবাগ পুলিশ লাইনস চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানান তিনি।
পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন শ্রদ্ধা জানানোর পর পুলিশের অন্যান্য কর্মকর্তারা শ্রদ্ধা জানান। তাদের মধ্যে রয়েছেন, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও এসবির অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, স্পেশাল ব্রাঞ্চের পক্ষে অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, র্যাব মহাপরিচালকের পক্ষে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মাহবুবুর রহমান, এন্টি টেররিজম ইউনিটের পক্ষে অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন, পুলিশ স্টাফ কলেজের পক্ষে অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম, পিবিআই’র পক্ষে অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার, হাইওয়ে পুলিশের পক্ষে অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খাঁন, টিঅ্যান্ডআইএম’র পক্ষে অতিরিক্ত আইজিপি ওয়াই এম বেলালুর রহমান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষে অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমান, সিআইডির পক্ষে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া, ট্যুরিস্ট পুলিশের পক্ষে ডিআইজি আবু কালাম সিদ্দিক, এপিবিএন’র পক্ষে ডিআইজি গোলাম কিবরিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, টিডিএস’র পক্ষে ডিআইজি মো. ময়নুল ইসলাম, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তারা পুষ্পস্তবক অর্পণ করে শেখ রাসেলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের অন্যান্য সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।