খুলনার চালনা ও পাইকগাছায় আ. লীগ প্রার্থী নির্বাচিত

খুলনাখুলনার চালনা ও পাইকগাছা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তারা হলেন চালনা পৌরসভায় সনত কুমার বিশ্বাস ও পাইকগাছায় সেলিম জাহাঙ্গীর।
চালনা পৌরসভার রিটার্নিং অফিসার মৃণাল কান্তি দে রাত সোয়া সাতটার দিকে ফলাফল ঘোষণা দেন। তিনি জানান, আওয়ামী লীগ মনোনীত সেলিম জাহাঙ্গীর ৪ হাজার ৯৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল পেয়েছেন ২ হাজার ৫১৯ ভোট আর বিএনপির প্রার্থী আব্দুল মান্নান শেখ পেয়েছেন ৮৭০ ভোট।
পাইকগাছা পৌরসভার রিটার্নিং অফিসার মো. হাবিবুর রহমান রাত সাড়ে সাতটার দিকে   নির্বাচনি ফল ঘোষণা করেন। তিনি জানান, নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিম জাহাঙ্গীর ৬ হাজার ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী আব্দুস সাত্তার পেয়েছেন ২ হাজার ৬০৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা গাজী আব্দুল মজিদ পেয়েছেন ৫৯৩ ভোট।

এছাড়া, সাধারণ কাউন্সিলর পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, ১ নং ওয়ার্ডের আলাউদ্দিন শেখ, ২ নং ওয়ার্ডে গাজী ওয়াহেদ আলী, ৩ নং ওয়ার্ডে গাজী আব্দুস সালাম, ৪ নং ওয়ার্ডে এস এম তৈয়েবুর রহমান, ৫ নং ওয়ার্ডে রবি শঙ্কর মণ্ডল, ৬ নং ওয়ার্ডে কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ৭ নং ওয়ার্ডে মাহাবুবুর রহমান রঞ্জু, ৮ নং ওয়ার্ডে কাজী নিয়ামুল হুদা কামাল ও ৯ নং ওয়ার্ডে এস এম এমদাদুল হক নির্বাচিত হয়েছেন।

এছাড়া, সংরক্ষিত কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে সরবানু খাতুন ও ৩ নং ওয়ার্ডে আসমা আহমেদ নির্বাচিত হয়েছেন। ২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কবিতা রানী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

/এনএস/এমএনএইচ/