বগুড়ায় তৃতীয়বারের মতো মেয়র হলেন বিএনপি প্রার্থী

বগুড়াবগুড়া পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান। বুধবার তিনি ১ লাখ ৭ হাজার ৩৪০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু পেয়েছেন ৪৯ হাজার ৪১৭ ভোট। অপর প্রার্থী ইসলামী ঐক্যজোটের ইঞ্জিনিয়ার শামসুল হক পেয়েছেন ২ হাজার ৫৬৪ ভোট।
মেয়র পদে পুরোনো মুখ থাকলেও এ পৌরসভায় কাউন্সিলর পদে অনেক নতুন মুখের আবির্ভাব ঘটেছে। সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন, ১নং ওয়ার্ডে সৈয়দ সার্জিল আহমেদ টিপু, ২নং ওয়ার্ডে তৌহিদুল ইসলাম বিটু, ৩নং ওয়ার্ডে তরুণ কুমার চক্রবর্তী, ৪নং ওয়ার্ডে সামসুদ্দিন শেখ হেলাল (পুনরায়), ৫নং ওয়ার্ডে সৈয়দ আনোয়ারুল ইসলাম বাবলা, ৬নং ওয়ার্ডে পরিমল চন্দ্র দাস (পুনরায়), ৭নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন পশারী হিরু, ৮নং ওয়ার্ডে ইব্রাহিম হোসেন (পুনরায়), ৯নং ওয়ার্ডে মোস্তাকিম রহমান, ১০নং ওয়ার্ডে আরিফুর রহমান, ১১নং ওয়ার্ডে সিপার আল বখতিয়ার (পুনরায়), ১২নং ওয়ার্ডে আবদুর রহিম (পুনরায়), ১৩নং ওয়ার্ডে আরিফুল ইসলাম, ১৪নং ওয়ার্ডে রেজাউল ইসলাম, ১৫নং ওয়ার্ডে আমিনুল ইসলাম, ১৬নং ওয়ার্ডে জহুরুল ইসলাম, ১৭নং ওয়ার্ডে মেজবা-উল-হামিদ, ১৮নং ওয়ার্ডে মোর্শেদ মিটন, ১৯নং ওয়ার্ডে ওসমান গনি, ২০নং ওয়ার্ডে রোস্তম আলী (পুনরায়) এবং ২১নং ওয়ার্ডে রুহুল কুদ্দস ডিলু পুনরায় নির্বাচিত হয়েছেন।

সাতটি সংরক্ষিত আসনে নির্বাচিত কাউন্সিলররা হলেন, ১নং আসনে নিলুফা কুদ্দুস, ২নং আসনে মার্জিয়া হাসান রুমকি, ৩নং আসনে হোসনে আরা হাসি, ৪নং আসনে খোদেজা বেগম (পুনরায়), ৫নং আসনে শিরিন আক্তার, ৬নং আসনে সুবর্না আক্তার মুক্তি এবং ৭নং আসনে মোকসেদা বেগম (পুনরায়) নির্বাচিত হয়েছেন।

/এআর/এনএস/