কাতারে বাংলাদেশ সাংবাদিক ফোরামের নতুন কমিটি

বাংলাদেশ সাংবাদিক সমিতি, কাতারকাতারে কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং প্রবাসী কমিউনিটিকে সত্য ও সঠিক তথ্য দিয়ে সার্বিক সহযোগিতার প্রত্যয়ে কাতারে বাংলাদেশি সংবাদকর্মীদের প্রথম সংগঠন বাংলাদেশ সাংবাদিক ফোরামের ২০১৬-২০১৭ বর্ষের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২২ জুন) দোহার রমনা রেস্তোরাঁয় অনুষ্ঠিত ফোরামের এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়।
এনটিভির কাতার প্রতিনিধি অধ্যাপক এ কে এম আমিনুল হক সভাপতি এবং বিজয় টিভির কাতার প্রতিনিধি গোলাম মাওলা হাজারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কাতারপ্রবাসী লেখক ও প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করে নতুন কমিটি। এতে সাবেক সভাপতি মুসা আহমদ বখতপুরীকে উপদেষ্টা এবং সাবেক সাধারণ সম্পাদক শহীদ সারোয়ার সোহারাওয়ার্দীকে সিনিয়র সহ সভাপতি হিসেবে উন্নীত করা হয়। ফোরামের অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন, সহ সভাপতি ইউসুফ পাটোয়ারী (বাংলাভিশন), সহ সভাপতি আকবর হোসেন (প্রবাসের খবর), যুগ্ম সম্পাদক এম এ সালাম (মিলেনিয়াম টিভি), সাংগঠনিক সম্পাদক আবু হানিফ রানা (প্রথম আলো), গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক তামীম রায়হান, সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

আগামী ২৮ জুন মঙ্গলবার দোহায় ফোরামের অভিষেক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি অধ্যাপক এ কে এম আমিনুল হক।

 /এসটিএস/এমও/এমএনএইচ/