সাংবাদিক শিমুল হত্যার বিচার দাবিতে লন্ডনে প্রতিবাদ সমাবেশ

লন্ডনে কর্মরত বৃটিশ-বাংলাদেশি সাংবাদিকদের উদ্যোগে দৈনিক সমকালের প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলসহ সারাদেশে সাংবাদিক হত্যা, মিথ্যা মামলা, নির্যাতন বন্ধ ও বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানবব্ন্ধন হয়েছে।

লন্ডনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনপূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশার সভাপতিত্বে এবং এসএ টিভির বিশেষ প্রতিনিধি হেফাজুল করিম রকিবের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক জনমত এর বিশেষ প্রতিনিধি আহাদ চৌধুরী বাবু।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক লন্ডন বাংলা’র সম্পাদক কেএম আবু তাহের চৌধুরী, সুরমা’র সম্পাদক আহমদ ময়েজ, বাংলানিউজ এর বিশেষ প্রতিনিধি সৈয়দ আনাস পাশা, সাংবাদিক মতিয়ার চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি মাহবুব রহমান, এটিএন বাংলা ইউকের সিনিয়র রিপোর্টার মোস্তাক বাবুল, ব্রিকলেইন সম্পাদক জুয়েল রাজ, লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেনিং সেক্রেটারি ইব্রাহিম খলিলসহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশে সম্প্রতি সাংবাদিক নির্যাতনের ঘটনা ভয়াবহ পরিমাণে বেড়েছে। কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, কখনো ক্ষমতাসীন সংগঠনের নেতা-কর্মীদের দ্বারা একের পর এক সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। অথচ এসব ঘটনায় জড়িতরা বেশিরভাগ ক্ষেত্রে পার পেয়ে যাচ্ছে। বিচারহীনতার এ সংস্কৃতি সাংবাদিক নির্যাতনকে উৎসাহিত করছে। যা কখনোই কাম্য নয়। এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসলে জাতি উপকৃত হবে। না হলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করবে জাতির জন্য।’

/এমও/