রিয়াদের বাংলা স্কুলে পিইসি ও জেএসসি পরীক্ষায় রেকর্ড জিপিএ-৫

ফৌজিয়া ইয়াসমিন রওয়াবি ও ফাইজা তাবাসসুম রওদাএ বছর সৌদি আরবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ (বিআইএসসিআর)-এর পিইসি) ও জেএসসি পরীক্ষায় রেকর্ডসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পিইসি ও জেএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে দুই বোন ফাইজা তাবাসসুম রওদা এবং ফৌজিয়া ইয়াসমিন রওয়াবি।

৩০ ডিসেম্বর ঢাকা থেকে ফল পাওয়ার পর আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে বিআইএসসিআর-এর কৃতী শিক্ষার্থীরা। ফল ঘোষণার সময় বিআইএসসিআরের প্রিন্সিপালসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এবারের পিইসি পরীক্ষায় ১১০ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। এতে ৫১ জন ছাত্র এবং ৫৯ জন ছাত্রী অংশ নেন। পরীক্ষায় উত্তীর্ণের হারে মেয়েদের সংখ্যাই বেশি। এতে পিইসির ২০ জন ছাত্রী এবং ১৪ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।

পিইসির ফল তালিকায় বিআইএসসিআরের ছাত্রী ফাইজা তাবাসসুম রওদা ৫৮১ নম্বর পেয়ে বহির্বিশ্বের মেধা তালিকায় শীর্ষস্থান লাভ করেছে। এবারের পিইসি পরীক্ষার পাসের হার ৯৬.৩৬%। অকৃতকার্য হয়েছে চার জন।

এদিকে, বিআইএসসিআর থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৩৮ জন। এর মধ্যে ছাত্রী ৮০ এবং ছাত্র ছিল ৫৮ জন। এতে ২০ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ১৭ জন ছাত্রী ও ৩ জন ছাত্র। পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে দু’জন। এরা হলো ফৌজিয়া ইয়াসমিন রওয়াবি এবং নুসাইবা বিনতে সারোয়ার। এই শ্রেণিতে বিআইএসসিআরের শিক্ষার্থীর পাসের হার ৯৭.৮৩%। অকৃতকার্য হয়েছে তিন জন।

বিআইএসসিআরের অধ্যক্ষ মো. বদরুল আলম জানিয়েছেন, এবারের জিপিএ প্রাপ্তির হার বিগত বছরের রেকর্ড ভঙ্গ করেছে। সব শিক্ষক-শিক্ষিকা, নবনিযুক্ত পর্ষদ কর্মকর্তাসহ দূতাবাস কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে অধ্যক্ষ বলেন, আগামীতে শতভাগ শিক্ষার্থীর কৃতকার্যতা নিশ্চিত করার জন্য এই প্রতিষ্ঠানটি সচেষ্ট থাকবে। অভিনন্দন জানিয়েছেন স্কুল পরিচালনা পর্ষদ সদস্য (প্রশাসন) মো. রফিকুল ইসলাম।

পিইসি এবং জেএসসিতে বহির্বিশ্বে যথাক্রমে ২০ জন কৃতকার্য শিক্ষার্থীর জন্য বৃত্তি প্রদানের সরকারি নিয়ম রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত কৃতকার্য শিক্ষার্থী থেকে শুরু করে প্রাপ্ত নম্বরের ক্রমানুসারে ২০ জন কৃতকার্যদের জন্য সাধারণ ও ট্যালেন্টপুলে বৃত্তি দেওয়া হয়ে থাকে।