কাতারে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কাতারের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। বুধবার সকাল ৯টায় জাতীয় পতাকা অর্ধনমিত ও ভাষা শহীদদের জন্য দোয়ার মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়।

কাতার দূতাবাসে একুশে ফেব্রুয়ারি পালনএসময় রাষ্ট্রদূত আসুদ আহমদ উপস্থিত ছিলেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা,বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-আঞ্চলিক ও সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের পর দূতাবাসের হলরুমে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

প্রথম সচিব নাজমুল হাসানের পরিচালনায় ও রাষ্ট্রদূতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম, মিশন প্রধান কাজী জাবেদ ইকবাল, প্রথম সচিব রবিউল ইসলাম ও তৃতীয় সচিব একেএম. মনিরুজ্জামান ও বহুতল ভবন নির্মাণে বাংলাদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী ফিরোজ আলম।