‌যুক্তরাজ্যে ইং‌রেজিতে পি‌ছি‌য়ে বাংলা‌দেশিরা

যুক্তরাজ্যে অভিবাসীদের বড় অংশই ইংরেজিতে কথা বলতে পারেন নাযুক্তরাজ্যে বসবাসকারীদের অন্তত সাত লাখ ৭০ হাজার লোক ইং‌রে‌জি‌তে কথা বল‌তে পা‌রেন না। তাদের এক‌টি বড় অংশই বাংলা‌দেশি। যুক্তরাজ্যের ‌ক‌মিউ‌নি‌টি সেক্রেটারি (মন্ত্রী) সা‌জিদ জা‌ভিদ গত সপ্তা‌হে দ্য গা‌র্ডিয়ান‌কে দেওয়া এক সাক্ষাতকা‌রে এ কথা ব‌লেন। 

‌সা‌জিদ জা‌ভিদ ব‌লেন, ‘ইং‌রেজি‌তে কথা বল‌তে না পারাদের ৬০ থে‌কে ৭০ শতাংশই নারী। তাদের বে‌শিরভাগই পা‌কিস্তানি ও বাংলা‌দেশি। ইং‌রে‌জিতে ক‌থোপক‌থনে অক্ষম বা এ‌কেবা‌রেই কথা বল‌তে না পারা মানু‌ষের সংখ্যা আন‌ুমা‌নিক সাত লাখ ৭০ হাজার।’ 

ব্রি‌টে‌নে ই‌মি‌গ্রেন্ট‌দের জন্য ইং‌রেজি শিক্ষার সু‌যোগ বাড়া‌তেও প্রতিশ্রু‌তি ব্যক্ত ক‌রেন সা‌জিদ। 

পা‌কিস্তানি বং‌শোদ্ভূত সা‌জিদ ব্রি‌টে‌নের অন্যতম শীর্ষ মুস‌লিম রাজনী‌তিক। সাক্ষাতকা‌রে খোলা‌মেলা আ‌লোচনায় ‌কীভা‌বে তা‌কে নিয়‌মিত সোশ্যাল মি‌ডিয়ায় বর্ণবাদী আক্রমণের লক্ষ্যবস্তু হ‌তে হয় তাও তু‌লে ধ‌রে‌ছেন তি‌নি।