লন্ডনে বঙ্গবন্ধুর ভাস্কর্য সরিয়ে নেওয়ার আদেশ প্রত্যাহার

বঙ্গবন্ধুর ভাস্কর্যযুক্তরাজ্যের রাজধানী লন্ডনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সরিয়ে নেওয়ার আদেশ প্রত্যাহার করে নিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

ইস্ট লন্ডনের সিডনি স্ট্রিটে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আফসার খান সাদেক নিজ উদ্যোগে নিজ বাড়ির সামনে বঙ্গবন্ধুর এই ভাস্কর্যটি স্থাপন করেন। ২০১৬ সালের ১৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

ভাস্কর্য সরিয়ে নেওয়ার আদেশ প্রত্যাহারআফসার খান সাদেক বলেন, ‘কাউন্সিলের অনুমতি নিয়ে ভাস্কর্যটি স্থাপন করলেও স্থানীয় কিছু বাসিন্দার অভিযোগের পর কাউন্সিল ২০১৭ সালের মার্চ মাসে ২৮ দিনের মধ্যে এটি সরিয়ে নিতে নোটিশ দেয়। পরে আমি নোটিশটিকে অবৈধ দাবি করে এর বিপরীতে কাউন্সিলে আপিল করি। একই বছরের ২৮ নভেম্বর কাউন্সিলের প্ল্যানিং ইন্সপেক্টর সরেজমিন পরিদর্শন করে রিপোর্ট দেন। তদন্তে স্থাপিত ভাস্কর্যের সঙ্গে কাউন্সিল অনুমোদিত প্ল্যানিংয়ের কোনও অমিল খুঁজে পাওয়া যায়নি বলে তিনি রিপোর্টে উল্লেখ করেন।’