কাতারে মহান বিজয় দিবস পালিত

মহান বিজয় দিবস উপলক্ষে কাতারের বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় কাতারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে কাতারের রাজধানী দোহার আল হেলালে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে স্থানীয় সময় সকাল ৯টায় জাতীয় সংগীতের সুরে সুরে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তোলনের পরে দূতাবাস প্রাঙ্গণে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদের সভাপতিত্বে ও প্রথম সচিব (পাসপোর্ট ভিসা) নাজমুল হাসানের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে শ্রম কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম, প্রথম সচিব (শ্রম) রবিউল ইসলাম, প্রথম সচিব মাহবুর রহমান, দ্বিতীয় সচিব আজগর হোসেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে প্রবাসী বাংলাদেশিদের একাত্তরের চেতনায় জেগে ওঠার আহ্বান জানান রাষ্ট্রদূত আসুদ আহমদ। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।