ব্রিটেনে বাংলাদেশের বিজয় দিবস উদযাপিত

লন্ডনে নিযুক্ত নতুন বাংলাদেশি হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের উদ্যোগে উদযাপিত হয়েছে বাংলাদেশের বিজয় দিবস।  রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে নেয় যুক্তরাজ্যে বাস করা শত শত বাংলাদেশি। 

IMG_2548

সেসময় জাতীয় পতাকা উত্তোলণ করা হয় এবং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ভারতীয় হাইকমিশনার রুচি গণশ্যাম বলেন, ‘এই দিনটি শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতীয়দের জন্যও অনেক আনন্দের। তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা অর্জন ছিলো বিশ্বাসের ওপর। বাংলাদেশিদের সংগ্রামের সঙ্গে ভারতীয় সহায়তায় এই স্বাধীনতা অর্জিত হয়েছে।’

বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বাণী পড়ে শেনানো হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে।

চলতি মাসের শুরুতেই ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনের দায়িত্ব নিয়েছেন সাইদা তাসনিম।