কার্ডিফ বাংলা স্কুলে বিজয় দিবস উদযাপিত

কার্ডিফে বিজয় দিবস পালিতআনন্দঘন পরিবেশ ও যথাযোগ্য মর্যাদায় যুক্তরাজ্যের ওয়েলসের কার্ডিফে শাহজালাল বাংলা স্কুলের উদ্যো‌গে বাংলাদেশের মহান বিজয় দিবস পা‌লিত হ‌য়ে‌ছে। স্কুলটিতে ১৬ ডিসেম্বর (রবিবার) সকাল ১১টায় এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয় দিবস পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— স্কুল পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ আলী আকবর। পরিচালনা করেন— স্কুলটির পরিচালনা কমিটির সেক্রেটারি সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর। প্রোগ্রামের শুরুতেই বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীরা সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। এছাড়া বিজয় দিবসের ওপর কবিতা পাঠ ও আলোচনার মধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

স্কুলের প্রধান শিক্ষিকা ফাইমা বেগম, শিক্ষিকা হানিয়া জাহান চৌধুরী ও শিক্ষিকা রুজি সিদ্দীকার সার্বিক ব্যস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন— আক্তারুজ্জামান কুরেশী নিপু, শেখ মোহাম্মদ আনোয়ার, এস এ খান লেনিন, এম এ মান্নান, কয়সর আলী, আনকার মিয়া, আব্দুল মুমিন, আব্দুল মোত্তালিব, বেলাল আহমদ ও মিজানুর রহমান প্রমুখ। কবিতা আবৃত্তিতে অংশ নেন— সাফা, তামিম, আমরিন আমিনা, শাকিল, জুমানা, ইয়াসিন, সামিরা, রাউফ, সালমান, জেইনা, আমিরা, আবিদা প্রমুখ।