আমিরাতের বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটে ‘মিডিয়া উইং’ চালুর দাবি

আমিরাতে দূতাবাস ও কনস্যুলেটে মিডিয়া উইং চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ প্রেস ক্লাবমধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রায় সাত লাখ বাংলাদেশির বসবাস। দেশটিতে প্রবাসীদের সেবায় নিয়োজিত রয়েছে সরকারি মিশন আবুধাবিস্থ দূতাবাস এবং দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেট। প্রবাসীদের সেবা ও যাবতীয় তথ্য আদান প্রদানের সুবিধার্থে এই মিশনগুলোতে দ্রুত ‘মিডিয়া উইং’ চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

গত ২ জানুয়ারি দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খানের সঙ্গে এক মতবিনিময় সভায় বাংলাদেশ প্রেস ক্লাবের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ এই দাবি জানান।

এ সময় কনসাল জেনারেল সদ্য প্রতিষ্ঠিত প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ প্রেস ক্লাবকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

কনসাল জেনারেল বলেন, ‘প্রবাসীদের যেকোনও কল্যাণে বাংলাদেশ প্রেস ক্লাব, দূতাবাস ও কনস্যুলেট একযোগে কাজ করবে।’ তিনি আরও বলেন, ‘দুবাই ও শারজাহতে বাংলাদেশ সমিতি ও কমিউনিটিকে কাজে লাগিয়ে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা ক্ষেত্রে উন্নয়নের উদ্যোগ নিতে হবে।’

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন কনস্যুলেটের প্রথম সচিব ও দূতালয় প্রধান প্রবাস লামারং। প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি শিবলী আল সাদিক, সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক, সহ সভাপতি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, সহ সাধারণ সম্পাদক মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক মহিউল করিম আশিক, সহ অর্থ সম্পাদক সারোয়ার উদ্দিন রনি, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান, আইন বিষয়ক সম্পাদিকা সানজিদা ইসলাম, নির্বাহী সদস্য বশিরুজ্জামান, মোহাম্মদ ওসমান ও ইলিয়াস।