দুবাইয়ে হয়ে গেল ‘ওয়াক ফর এডুকেশন’ পদযাত্রা




দুবাইয়ে আয়োজন করা হয়েছিল ‘শিক্ষার জন্যে হাঁটো’ পদযাত্রাসুবিধাবঞ্চিত স্কুল পড়ুয়া শিশুদের সাহায্যার্থে ‘ওয়াক ফর এডুকেশন’ শিক্ষার জন্যে পদযাত্রার আয়োজন করা হয়। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টায় দুবাইস্থ ক্রিক পার্কের দুই নম্বর গেট থেকে এই পথযাত্রা শুরু হয়। গত দশ বছর যাবৎ আন্তর্জাতিক সামাজিক সংগঠন দুবাই কেয়ারস এর আয়োজন করে আসছে।

দুবাই কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারিক পদযাত্রার শুরুতে তার বক্তব্যে বলেন, ‘শিক্ষাই পারে সামাজিক সম্প্রীতি সমুন্নত রাখতে, তথ্য প্রযুক্তির এই সময়ে শিক্ষা ছাড়া সভ্যতার বিকাশ কল্পনাই করা যায় না। অথচ বিশ্বের অনেক দেশ আছে যেখানে অর্থের অভাবে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য, বিশ্বের বিভিন্ন প্রান্তের সুবিধা বঞ্চিত শিশু শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করা ও তাদের সহায়তা করা।’

বিশেষ এই পথযাত্রায় সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী সামাজিক সংগঠন টিম বাংলাদেশসহ বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি কোম্পানির প্রায় ১৫ হাজার শিক্ষানুরাগী মানুষ চার কিলোমিটার পায়ে হাঁটেন। পথযাত্রায় অংশ গ্রহণকারীরা সবাই একই রংয়ের পোশাক পরেন। শিক্ষা অনুদান হিসেবেও প্রতিজন অংশগ্রহণকারী ৩০ দিরহাম করে দিয়েছেন।

উল্লেখ্য, ইতোপূর্বে এ সংস্থা সুনামগঞ্জের সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার প্রকল্প হাতে নেয়। এছাড়া যুদ্ধবিধ্বস্ত দেশ সমূহ, আফ্রিকা মহাদেশের অনুন্নত দেশ ও আরব বিশ্বের সুবিধা বঞ্চিত শিশুদের সাহায্য করে দুবাই কেয়ার।