মস্কোতে প্রবাসীদের মিলনমেলা

আরএএবি’র দশম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়ে ওঠে প্রবাসীদের মিলনমেলারাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আরএএবি) দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হলো মস্কোতে। অনুষ্ঠানে ছিল নাচ, গান, আড্ডা আর কেক কাটা। আজিমুত হোটেল অলিম্পিকে এই আয়োজন হয়ে ওঠে অ্যালামনাই সদস্যদের মিলনমেলা।

সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর জলিল জানান, গত ১৬ ফেব্রুয়ারি আরএএবি’র এক দশক পূর্তির অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহিদুল হক শানু। প্রধান অতিথি ছিলেন রাশিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল গ্রুপের প্রেসিডেন্ট (রাশিয়ান ফেডারেশন অব বাংলাদেশ) মিয়া সাত্তার, রাশিয়ান ইউনিভার্সিটি অব পিপলস বাংলাদেশের হেড অব দ্য ডিপার্টমেন্ট ফর স্টুডেন্টস অ্যাফেয়ার এরমাকভ আলেকজান্ডার ভিতালেবিতচ, রুস্কি মির ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (রিজিওনাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট) প্রফেসর তলরায়া জর্জ দাভিওদোভিচ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টারকর্ভ আন্দ্রেই আলেকজান্দ্রোভিচ।

আরএএবি’র দশম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়ে ওঠে প্রবাসীদের মিলনমেলাএছাড়াও ছিলেন বাংলাদেশ এনআরবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও বোনানজা গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম মিয়া।