ইউরোপে ঘ‌ড়ির কাঁটা একঘণ্টা এগিয়ে নেওয়া হচ্ছে আজ

ঘড়ির কাঁটাব্রি‌টেনসহ পুরো ইউরো‌পে ৩১ মার্চ রাত থেকে ঘ‌ড়ির কাঁটা একঘণ্টা এগি‌য়ে নেওয়া হচ্ছে। স্থানীয় সময় রাত ঠিক একটার সময় কাঁটা একঘণ্টা এগিয়ে দুইটা করে দেওয়া হবে। ইউরোপে বছরে দুইবার ঘড়ির কাঁটা আগানো-পেছানো হয়ে থাকে। দি‌নের আলো সংরক্ষণ ও কা‌জে লাগানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়। আগামী ২৭ অক্টোবর আবারও ঘড়ির কাঁটা একঘণ্টা পিছিয়ে আনা হবে।

প্রতি বছর বসন্তে ইউরোপে ঘড়ির কাঁটা বদলে যায়। মূলত এক ঘণ্ট এগিয়ে নেওয়া হয়। আবার শীতে আগের জায়গায় ফিরিয়ে আনা হয়। এর ফলে বাংলাদেশের সঙ্গে ব্রি‌টে‌নের সময়ের ব্যবধান শীতে পাঁচ ঘণ্টা থাকলেও, গ্রীষ্মে ছয় ঘণ্টা হয়।