এবার ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হতে চান রাবিনা





রাবিনা খানআগামী মে মাসে অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতীকী একক পার্লামেন্ট ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে লন্ডনের আসন থেকে লড়ার প্রস্তুতি নিচ্ছেন একজন ব্রিটিশ বাংলাদেশি। তার নাম রাবিনা খান। তিনি বর্তমানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শাডওয়েল ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর।



রাবিনা খান বৃহস্পতিবার আলাপকালে বলেন, লিবডেম ব্রিটেনের ইউরোপে থাকার পক্ষে রিমেইনের পক্ষে ক্যাম্পেইন করছে। আমাদের অর্থনীতিকে শক্তিশালী রাখার লক্ষ্যে আমি স্থানীয় ও জাতীয়ভাবে ক্যাম্পেইন করছি। আসন্ন নির্বাচনে সবার সহযোগিতা কামনা করেন রাবিনা খান।
ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন আগামী মে মাসের ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইউরোপীয় ইউনিয়নের ২৮টি সদস্য রাষ্ট্রজুড়ে ইউরোপীয় পার্লামেন্টের অবস্থান। এসব দেশের মোট ভূখণ্ডকে ৭৫১টি সংসদীয় আসনে বিভক্ত করে এর বিস্তৃতি। যুক্তরাজ্য বেরিয়ে যাবে এমন আশঙ্কায় এর আসন সংখ্যা ৭০৫-এ নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হলেও এখনও ইইউ থেকে বের হওয়া নিয়ে সংশয়াচ্ছন্ন যুক্তরাজ্যকে ৫০ অনুচ্ছেদ অনুযায়ী আবারও পুনঃস্থাপন করা হয়েছে। ফলে এবারের ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে যুক্তরাজ্য আগের মতোই থাকছে।
এ কারণে এ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন রাবিনা খানসহ অন্যান্য ব্রিটিশরা।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের গত নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় অবস্থানে ছিলেন রাবিনা খান। বাংলাদেশি বংশোদ্ভূত রাবিনা গত বছরের ২৯ আগস্ট তার নিজের গড়া দল ‘পিপলস অ্যালায়েন্স অব টাওয়ার হ্যামলেটসকে’ বিলুপ্ত করে সমর্থকদের নিয়ে যোগ দেন ব্রিটেনের রাজনীতির মূলধারার দল লিবারেল ডেমোক্র্যাট (লিবডেম) পার্টিতে। ক্যারিয়ারের শুরুতে ২০১০ সালে তিনি লেবার পার্টির হয়ে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন। এরপর ২০১০ সালের অক্টোবর মাসে তিনি তৎকালীন বাঙালি মেয়র লুতফুর রহমানের দল টাওয়ার হ্যামলেটস ফার্স্ট পার্টিতে যোগ দেন।
রাবিনা খানের বই আয়েশাদস রেইনবো সুধীজনের প্রশংসা লাভ করেছে। ৪৬ বছর বয়সী এই নারী তিন সন্তানের জননী। তার গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। তার স্বামীর নাম আমিনুর খান। তিনিও ব্রিটিশ বাংলাদেশি।