নারী ও শিশু‌দের নিরাপত্তার দাবি‌তে লন্ড‌নে মানববন্ধন

পূর্ব লন্ডনে মানবন্ধনে কয়েকটি সংগঠনের নেতাকর্মীরাবাংলাদেশে শিশু ও নারী ধর্ষণ, যৌন নির্যাতন ও হত্যা বন্ধ এবং তাদের নিরাপত্তার দাবি‌তে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে মানববন্ধন ও সমবেশ করেছে কয়েকটি প্রবাসী সংগঠন। শ‌নিবার (৪ মে) পূর্ব লন্ড‌নে অনুষ্ঠিত ওই মানববন্ধন থেকে বাংলাদেশের মাদ্রাসা ও স্কুলের কারিকুলামে পরিবর্তন আনাসহ ১০ দফা দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রা‌খেন— হাসিনা আখতার, মিনহাজ কিবরিয়া, লিপি হালদার, পুষ্পিতা গুপ্তা, অতীশ সাহা, সৈয়দা নাসিম কুইন, কাউন্সিলর আয়েশা চৌধুরী, মুনজেরিন রশীদ, ফেরদৌসী লিপি, ঝর্না চৌধুরী, সিরাজুল বাসিত চৌধুরী, সাঈদা চৌধুরী, জিয়াউর রহমান সাকলেন, হিমু এম হুসেইন, আফসানা আহমেদ, মোহাম্মদ আব্দুল বাছিত, জেনিফার সারোয়ার লক্ষ্মী, মোহাম্মদ আলাউদ্দিন, লুনা সাবিরা, অঞ্জনা আলম, তাসনুভা ফেরদৌসী, মোহাম্মদ দীপ, সেলিম আহমেদ প্রমুখ।