বেলজিয়ামে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেলজিয়াম আওয়ামী লীগের সদস্যরাবেলজিয়ামের এন্টারপেন শহরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত ২৩ জুন এর আয়োজন করে বেলজিয়াম আওয়ামী লীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি লতিফ শহিদুল। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন বেলজিয়াম আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নিরঞ্জন রায়, মোশারফ হোসেন বাবুসহ অনেকে। 

বক্তারা আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য, ১৯৭১ সালের যুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, কারাগারের অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা, ১৯৮১ সালে ১৭ মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, আওয়ামী লীগকে নতুন করে সুসংগঠিত করে নবযাত্রা, মহাকাশে প্রথমবারের মতো নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণসহ উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন। 
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জহির খান, মনির হোসেন, যুগ্ম-সম্পাদক দাউদ খান সোহেল, আবুল কালাম আজাদ চৌধুরী মিঠু, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, কৃষি সম্পাদক বাবুল, শিক্ষা সম্পাদক নিয়াজ মোর্শেদ, সদস্য প্রদীপ দাস, হাছান, রানা মর্তুজা, এন্টারপেন শাখা আওয়ামী লীগের আহ্বায়ক আলী হোসেন, এন্টারপেন শাখা আওয়ামী লীগের শেখ সেলিম, জহিরউদ্দিন শাহীন, রফিকুল ইসলাম, ফিরোজ বাবুলসহ অনেকে।

এন্টারপেনে আগামী ৬ জুলাই তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে সংবর্ধনা দেওয়া হবে। এজন্য আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে।