কাতার প্রবাসী আজিজ খান পেলেন সিআইপি সম্মাননা

ব্যবসায়ী আবদুল আজিজ খানকাতার প্রবাসী পবনার ঈশ্বরদীর সফল ব্যবসায়ী আবদুল আজিজ খান সিআইপি সম্মাননা পেয়েছেন। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে গত ১৯ ডিসেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তার হাতে এ সম্মননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠিয়ে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চতুর্থ বারের মতো এনআরবি-সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) হিসেবে আবদুল আজিজ খান এই বিরল সম্মানের অধিকারী হলেন।
উল্লেখ্য, বর্তমানে এক কোটির বেশি বাংলাদেশি প্রবাসীর পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতির চাকা সচল রেখেছে। জিডিপিতে এর অবদান ১২ শতাংশের মতো। এ ক্ষেত্রে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠিয়ে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এনআরবি-সিআইপিরা হলেন দেশের সম্পদ।
সম্মাননাপ্রাপ্তির পর আজিজ খান বলেন, ‘এই সম্মান আরও উৎসাহ ও দায়িত্ববোধ বাড়াবে। প্রবাসীরাও উৎসাহিত হবে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে।’ তিনি প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার শাহাপুর ইউনিয়নের আওতাপাড়া গ্রামের আবুল হোসেন খানের ছেলে আব্দুল আজিজ খান। ঈশ্বরদী পোস্ট অফিস মোড়ে বর্তমান বাড়ি তার।