জর্ডানে কোয়ারেন্টিনে থাকা ৬৪ বাংলাদেশির কেউ করোনা আক্রান্ত নন

করোনা ভাইরাস

জর্ডানে কোয়ারেন্টিনে থাকা ৬৪ জন বাংলাদেশির কেউ করোনাভাইরাসে আক্রান্ত না হওয়ার কারণে তাদের নিজ নিজ গন্তব্য স্থলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। জর্ডানে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে উদ্যোগী হয়ে কারফিউর মধ্যেও বাংলাদেশিদের বিভিন্ন গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করে।
দূতাবাস থেকে জানা যায়, ওই বাংলাদেশিরা কাতার এয়ারওয়েজে করে ১৪ থেকে ১৬ মার্চের মধ্যে জর্ডানে প্রবেশ করে। স্থানীয় নিয়ম অনুযায়ী তাদেরকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। ৩০ মার্চ মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কারও কোনও উপসর্গ পাওয়া যায়নি।
জর্ডানে কারফিউ থাকায় তারা গন্তব্যে যাওয়ার জন্য দূতাবাসের সাহায্য চাইলে রাষ্ট্রদূত নাহিদা সোবহান ওই দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেন বলে দূতাবাস সূত্রে জানা যায়।