জর্ডানে নারী শ্রমিকদের খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ দূতাবাস

2


জর্ডানে অবস্থানরত বাংলাদেশি নারী শ্রমিকদের খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ দূতাবাস। গত ৩ দিনে নারী শ্রমিকসহ মোট ৮ শতাধিক বাংলাদেশিকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত নাহিদা সোবহান। রাষ্ট্রদূত জানান, কারফিউ ও সামাজিক সঙ্গনিরোধ মেনে চলার কারণে বিতরণ কিছুটা ধীরগতিতে হচ্ছে। এ পর্যন্ত আমরা ৩,১০০ জনের একটি তালিকা করেছি। যারা এখনও তালিকায় নেই কিন্তু সমস্যায় আছে তাদেরকে অনুরোধ করছি তারা যেন তাদের নাম ও ঠিকানা আমাদের জানায়।’
ইতিমধ্যে দূতাবাস ফেসবুক পেজে এ বিষয়ে বার্তা দেওয়া হয়েছে এবং স্থানীয় বাংলাদেশ সম্প্রদায়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান রাষ্ট্রদূত।

একজন প্রবাসী বাংলাদেশিকে সহায়তা দিচ্ছেন জর্ডানের অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত।
উল্লেখ্য মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে জর্ডান কিছুটা আলাদা কারণ ওইদেশে নারীরা শিল্প শ্রমিক হিসাবে কর্মরত। কিন্তু অন্যান্য দেশে সাধারণত গৃহকর্মী হিসাবে নারীরা কাজ করে থাকে।
এদিকে সৌদি আরবের রিয়াদে রবিবার (১২ এপ্রিল) থেকে খাদ্য বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনে রিয়াদের বাথা এলাকায় ১০ বাংলাদেশির হাতে ফুড বাস্কেট তুলে দেওয়া হয়।