৭ মার্চের ভাষণ তুর্কি ভাষায় অনুবাদ

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি তুরস্কের জনগণের নিকট পৌঁছে দিতে তুর্কি ভাষায় ভাষণটির অনুবাদসহ একটি পুস্তিকা প্রকাশ করেছে ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট। এছাড়া ওই ভাষণটির ভিডিওটিতে তুর্কি সাবটাইটেল সংযুক্ত করা হয়েছে, যা তুর্কি জনগণের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং বঙ্গবন্ধুর গৌরবময় জীবন ও সংগ্রাম জানার ব্যাপ্তিকে আরও সহজ করবে।

রবিবার (৭ মার্চ) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইস্তাম্বুল কনস্যুলেট যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে। কনসাল জেনারেল জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম ‘ঐতিহাসিক ৭ মার্চ: প্রেক্ষাপট ও তাৎপর্য’ শীর্ষক আলোচনায় স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আজও এ বক্তব্যের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা সমভাবে বিরাজমান উল্লেখ করে, এই কালজয়ী ভাষণটির ওপর অধিকতর স্টাডি ও গবেষণা করার প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।