লন্ডনে জয়নুল আবেদীনকে ছাতক যুব সংস্থার সংবর্ধনা

যুক্তরাজ্যের লন্ডনে ব্রিকলেন মসজিদের কনফারেন্স রুমে ছাতক যুব সংস্থা তাদের প্রেসিডেন্ট জয়নুল আবেদীনকে ব্রিটিশ এম্পায়ার মেডেল (বিইএম) পাওয়ার জন্য সংবর্ধনা প্রদান করেছে। গত ১৯ জানুয়ারি আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সাবেক সভাপতি মাস্টার মোশাহীদ আলি। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি আব্দুল কাদির।

সামাজিক খাতে অসামান্য অবদানের জন্য গ্রেট ব্রিটেনের রানি এলিজাবেথ জয়নুল আবেদীনকে এই সম্মাননায় ভূষিত করেছেন।

গোলাম কিবরিয়া সূনু'র কোরান তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে জয়নুল আবেদীনকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন- মশাহিদ আলি,  আক্তার হোসেন, সানোয়ার আলি কয়েস, আব্দুল শহিদ, শাহ মিসবাহ উর রহমান, নানু মিয়া (কোষাধক্ষ্য, ছাতক যুব সংস্থা), সুলতান আলি, বশীর উদ্দিন, বাহার উদ্দিন, আব্দুল মালিক কুটি, মুজিবুর রহমান, আক্তার আলি সোহেল, আইয়ুব আলি বাবুল,  সালামত আলি, আব্দুর রউফ, শাহ জাহান শামিম ও আজাদ।

অনুষ্ঠানে জয়নুল আবেদীন ছাতক যুব সংস্থার প্রতি তার ভালোবাসা এবং সবার পক্ষ থেকে ভালোবাসার এমন নজির দেখে কৃতজ্ঞতা জানান। তিনি ভবিষ্যতেও সমাজের সবার জন্য এমন আরও ভালো কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানের পর ছাতক যুব সংস্থার সদস্যরা এক সাধারণ আলোচনায় অংশ গ্রহণ করেন। এই আলোচনায় ছাতকে একটি হেলথ ও টেকনিক্যাল হাব প্রতিষ্ঠাবিষয়ক ঐকমত্য হয়।