সিডনিতে রবীন্দ্রজয়ন্তী উৎসব উদযাপিত

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে ‘রবীন্দ্রজয়ন্তী উৎসব’ উদাযাপন করা হয়েছে। ‘হে নতুন, দেখা দিক আর বার’ শিরোনামে অনুষ্ঠানটির আয়োজন করে সিডনিতে বসবাসরত বাঙালি নারীদের সংগঠন ‘আমাদের কথা ইনক’।

শনিবার (৭ মে) সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে সংগঠনের শিল্পীদের অংশ গ্রহণে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দলীয় ও একক সংগীত, কবিতা এবং নৃত্য পরিবেশিত হয়। পরে বিশ্বকবির কর্ম নিয়ে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

পূরবী পারমিতা বোসের পরিচালনা এবং মঞ্জুশ্রী মিতার উপস্থাপনায় সংগীত পরিবেশন করেন নিলুফা ইয়াসমীন, আয়শা কলি, বাঁধন, সুবর্ণা তালুকদার, পেট্রেসিয়া ডিয়াজ মেনডিজ, ফাইজা কালাম রুবা, মারিয়া মুন, প্রিয়াংকা চৌধুরী, পৃথিবী তাজওয়ার, মুনতাহা মুন। অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন আরিও, প্রজাপতি, কুমকুম, নবনীতা, রাপ্তী ও মৌসুমী সাহা। কবিতা আবৃত্তি করেন মুনা মোস্তফা ও সাইদা শাহরীন রলি। 

সিডনিতে রবীন্দ্রজয়ন্তী

রবীন্দ্রজয়ন্তীর এই উৎসবে রবীন্দ্রপ্রেমী, স্থানীয় বাংলাদেশি কাউন্সিলর, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।