মালদ্বীপ ইমিগ্রেশনের কন্ট্রোলারের সঙ্গে হাইকমিশনারের বৈঠক

মালদ্বীপে অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধকরণের বিষয়ে দেশটির ইমিগ্রেশনের কন্ট্রোলার জেনারেল মোহাম্মদ আহমেদ হানাফির সঙ্গে বৈঠক করছেন মালেতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। মঙ্গলবার (১৪ জুন) মালদ্বীপে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার দ্বিতীয় শ্রমসচিব সোহেল পারভেজ।

সাক্ষাৎকালে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের নিয়মিতকরণ নিয়ে আলোচনা হয়। কন্ট্রোলার জেনারেল হানাফি মালদ্বীপের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা  করেন। এছাড়া তিনি  উভয় দেশের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আশা প্রকাশ করেন।

মালদ্বীপে উন্নয়নমূলক কাজের অবদান বাংলাদেশি শ্রমিকদের যার জন্য অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের নিয়মিতকরণ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন মালদ্বীপের কন্ট্রোলার জেনারেল হানাফি।

বাংলাদেশ হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম  আবুল কালাম আজাদ বলেন,  মালদ্বীপের অনিয়মিত প্রবাসী বাংলাদেশি প্রায় অর্ধ লাখ । যার জন্য বাংলাদেশ  হাইকমিশনার  বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের  নিয়মিত করার জন্য  মালদ্বীপের সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।