নিউজিল্যান্ডে শারদীয় দুর্গাপূজা উদযাপন

সর্বজনীন পূজা সংঘের আয়োজনে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডের ব্লকহাউজ বে কমিউনিটি হলে দুর্গাপূজা উদযাপন করা হয়েছে। দেশটিতে বসবাসরত বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের বাঙালি সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোর আয়োজনে গত ৭ ও ৮ অক্টোবর পূজা উদযাপন করা হয়।

আয়োজকরা জানান, করোনার কারণে গত দুই বছরে সারম্বরে এই দুর্গোৎসব অনুষ্ঠিত হতে পারেনি। এজন্য ভক্ত-পূজারিদের মনে আক্ষেপ ছিল। এবার কোভিড নিষেধাজ্ঞা না থাকায় মা দুর্গাকে বরণ করে নিতে মন-প্রাণ দিয়ে কাজে নেমে পড়েছিলেন পূজা সংঘের সকলে। 

চিরাচরিত পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ ছাড়াও এবারের এই আয়োজনের বিশেষত্ব ছিল সকলের অংশগ্রহণে ধুনুচি নৃত্য। এছাড়া সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনের মাধ্যমে বাংলাদেশি সংস্কৃতিকে বিদেশের মাটিতে তুলে ধরার প্রয়াস ছিল লক্ষণীয়। বাংলা ভাষাভাষী ছাড়াও অবাঙালি ভারতীয় এবং নেপালিদের উপস্থিতি সমগ্র পূজা অনুষ্ঠানকে একটি সর্বজনীন রূপ দিয়েছিল।