কোন কোন মালে জাকাত আসে?

আজকের প্রশ্ন: কোন কোন মালে জাকাত আসে?

উত্তর: ‘মালে নামি’ অর্থাৎ বর্ধনশীল মালে জাকাত আসে, যদি নেসাব পরিমাণ হয়।

ইসলামের দৃষ্টিতে বর্ধনশীল মাল হচ্ছে,

১। স্বর্ণ ও রৌপ্য ২। নগদ অর্থ ৩। ব্যবসায়ী পণ্য ও ৪। গবাদি পশু।

নেসাবের হিসাব

১। স্বর্ণের নেসাব: ২০ মিসকাল অর্থাৎ সাড়ে ৭ তোলা (৪৭৮.৮৭ গ্রাম) ও রৌপ্যের নেসাব: সাড়ে ৫২ তোলা (৬২১.৩৫ গ্রাম)।

২। নগদ অর্থের নেসাব: সাড়ে ৫২ তোলার রুপার পরিমাণ টাকা।

৩। ব্যবসায়িক পণ্যের নেসাব: সাড়ে ৫২ তোলার রুপার সমমূল্য।

৪। গবাদিপশুর নেসাব: এ শর্ত বাংলাদেশে পাওয়া যায় না।

সম্পদের কতটুকু পরিমাণ জাকাত দিতে হবে?

কেউ যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হন, এবং সেই মাল একবছর হাতে থাকে ও ঋণমুক্ত থাকে, তা হলে ৪০ ভাগের ১ ভাগ অর্থাৎ ২.৫ শতাংশ জাকাত দিতে হবে।

তথ্যসূত্র: সুনানে দারে কুতনি, খণ্ড-২, পৃষ্ঠা-২৭৮। ফাতহুল কাদির, খণ্ড-২, পৃষ্ঠা-২২১। হেদায়া, খণ্ড-১, পৃষ্ঠা-১৯৪। ফাতাওয়ায়ে উসমানি, খণ্ড-২, পৃষ্ঠা-৪৮। কিতাবুল ফাতাওয়া, খণ্ড-৩, পৃষ্ঠা-২৬১।

সংকলন: মাওলানা মুফতি ইমরানুল বারী সিরাজী, দাওরায়ে হাদিস, দারুল উলুম দেওবন্দ, উত্তর প্রদেশ, ভারত। ইফতা, জামিয়া আন‌ওয়ারুল হুদা, হায়দারাবাদ, ভারত। ইংলিশ ডিপ্লোমা, মারকাজুল মাআরিফ এডুকেশন এন্ড রিসার্চ সেন্টার, মুম্বাই,ভারত। খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা। সিনিয়র মুহাদ্দিস ও মুফতি, জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসা, রামপুরা, ঢাকা।