নারীদের ইতেকাফ করার বিধান কী, কোথায় করবে?

প্রশ্ন : নারীদের ইতেকাফ করার বিধান কী, কোথায় করবে?

উত্তর : নারীদের জন্য রমজানুল মোবারকের শেষ দশকে ইতেকাফ করা মুস্তাহাব। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ রমজানের শেষ দশকে ইতেকাফ করেছেন। ঘরে নামাজের জন্য নির্ধারিত স্থানে ইতেকাফ করবেন তারা। যদি নামাজের নির্ধারিত স্থান না থাকে, তবে একটি জায়গাকে ইতেকাফের জন্য নির্বাচন করবেন। কোনও কারণ ছাড়া ইতেকাফের স্থান ত্যাগ করলে ইতেকাফ ভেঙে যাবে। উল্লেখ্য, নারীদের জন্য মসজিদে ইতেকাফ করা মাকরুহ।

তথ্যসূত্র: মুসলিম শরিফ, হাদিস নং-১১৭২, তাহতাবি, পৃষ্ঠা-৩৮২, কিতাবুল ফাতাওয়া, খণ্ড-৩,পৃষ্ঠা-৪৬১।

সংকলন: মাওলানা মুফতি ইমরানুল বারী সিরাজী, দাওরায়ে হাদিস, দারুল উলুম দেওবন্দ, উত্তর প্রদেশ, ভারত। ইফতা, জামিয়া আন‌ওয়ারুল হুদা, হায়দারাবাদ, ভারত। খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা।