বৌদ্ধ সম্প্রদায়কে এক কোটি টাকা অনুদান

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে এক কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) সকালে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বোর্ডের ৯১তম ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। পরে ধর্ম-বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো. ফরিদুল হক খান সভার সভাপতিত্ব করেন। সভায় শুভ বুদ্ধ পূর্ণিমা-২০২১ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রদত্ত এক কোটি টাকার অনুদান বিলিবন্টন ও বিতরণ যথাসময়ে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে ৫টি প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। প্রকল্পগুলো হলো:

১. প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্প দ্বিতীয় পর্যায় (প্রথম সংশোধিত)।

২. ঢাকায় সার্বজনীন বৌদ্ধ শ্মশান নির্মাণ প্রকল্প।

৩. বাংলাদেশ প্যাগোডা ও বৌদ্ধ সংস্কৃতি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।

৪. সমগ্র বাংলাদেশের বৌদ্ধ বিহার মেরামত ও শ্মশান মেরামত উন্নয়ন প্রকল্প।

এবং ৫. বৌদ্ধ পারিবারিক আইন প্রণয়ন।

সভার প্রারম্ভে ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান-১ ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের  ট্রাস্টি জনাব মো. নূরুল ইসলাম, ট্রাস্টি মি. দয়াল কুমার বড়ুয়া, ট্রাস্টি  রুপনা চাকমা, ট্রাস্টি মং ক্য চিং চৌধুরী প্রমুখ।