পেশাদার ভিক্ষুককে জাকাত দিলে তা আদায় হবে?

প্রশ্ন: পেশাদার ভিক্ষুক, যে চাইলে মেহনতের কাজ করতে পারে। আবার শোনা যায় তার নাকি বাড়িও আছে। তাকে জাকাত দেওয়া কি জায়েজ?

উত্তর: যদি সেই ভিক্ষুককে বাহ্যিকভাবে ভিক্ষুক মনে হয়, তবে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে। এক্ষেত্রে জাকাত প্রদানকারীর আমল নির্ভর করছে নিয়তের ওপর। এ বিধান অনুসারে তিনি স‌ওয়াব পেয়ে যাবেন। জাকাতও আদায় হয়ে যাবে। তবে কেউ সম্পদের তথ্য গোপন করে জাকাত গ্রহণ করলে তিনি গুনাহগার হবেন।

তথ্যসূত্র: ফতোয়ায়ে শামি, খণ্ড-২, পৃষ্ঠা-৯৫, ফতোয়ায়ে দারুল উলুম, খণ্ড-৬, পৃষ্ঠা-২২৯, হেদায়া, খণ্ড-১, পৃষ্ঠা-২০৭, আহকামে জাকাত (লেখক: মুফতি তকি উসমানি) পৃষ্ঠা-১১৬।

সংকলন। মাওলানা মুফতি ইমরানুল বারী সিরাজী, দাওরায়ে হাদিস, দারুল উলুম দেওবন্দ, উত্তর প্রদেশ, ভারত। ইফতা, জামিয়া আন‌ওয়ারুল হুদা, হায়দারাবাদ, ভারত। খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা।