নেশাগ্রস্ত ব্যক্তিকে কি জাকাত দেওয়া যাবে?

প্রশ্ন: নেশাগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া কি জায়েজ হবে?

উত্তর: ফাসেক, মদ্যপ, নেশাখোর, এসব ব্যক্তি যদি দরিদ্র হয়, তবে তাদের জাকাত দেওয়া দ্বারাও জাকাত আদায় হবে। যদিও উত্তম হচ্ছে নেককার মিসকিনদের দান করা। কেননা, হাদিস শরিফে বর্ণিত হয়েছে, ‘তোমার খানা যেন নেক লোকেরা খায়’। অবশ্য যদি পূর্ণ বিশ্বাস থাকে যে, ওই ব্যক্তি জাকাতের অর্থ দিয়ে মদ কিংবা নেশাজাতীয় দ্রব্য সেবন করবে তবে তাকে জাকাত দেওয়া জায়েজ হবে না। যেহেতু এটা অন্যায় কাজে সহযোগিতা। আর অন্যায় কাজে সহযোগিতা করাও অন্যায়।

তথ্যসূত্র: সুরা মায়েদা, আয়াত নং- ২, ফতোয়ায়ে শামি, খণ্ড-২, পৃষ্ঠা-৭৯, ফতোয়ায়ে দারুল উলুম, খণ্ড-৬, পৃষ্ঠা-২৩৫, আহকামে জাকাত (লেখক: মুফতি তকি উসমানি) পৃষ্ঠা-১১৯।

 

সংকলন: মাওলানা মুফতি ইমরানুল বারী সিরাজী, দাওরায়ে হাদিস, দারুল উলুম দেওবন্দ, উত্তর প্রদেশ, ভারত।ইফতা, জামিয়া আন‌ওয়ারুল হুদা,  হায়দারাবাদ, ভারত। খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা।